রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ঢুলিপাড়া এলাকার নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। এ জন্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী আবু বক্কার সিদ্দিককে দায়ী করেছেন নৌকার প্রার্থী বজলুর রশিদ মিলন। তবে আবু বক্কার এ অভিযোগ অস্বীকার করেছেন।
আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বজলুর রশিদ মিলন জানান, শুক্রবার নির্বাচনী কার্যক্রম শেষ করে রাত ১২টার দিকে সবাই যে যার বাড়ি চলে যায়। সকাল বেলায় ওই এলাকার নৌকার কর্মীরা অফিসে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে তাকে জানান। তার ধারণা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বক্কার সিদ্দিকীর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী প্রার্থী আবু বক্কার সিদ্দিকী বলেন, “এসব জঘন্য কাজ আমরা কখনো করি না। কারও অফিস ভাঙচুর করে কখনো ভোট পাওয়া যায় না। ভোট দেবে সাধারণ জনগণ। আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছি। প্রশাসন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করুক। যদি আমি দোষী হই, যে শাস্তি দেয় মাথা পেতে নেব।”